গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
উপজেলা মহিলা বিষয়ক কমকর্তার কার্যালয়
তালা, সাতক্ষীরা।
সিটিজেন চার্টার
নারী উন্নয়ন ও জেন্ডার সমতা আনায়নে মহিলা বিষয়ক অধিদপ্তর মিলিনিয়াম ডেভেলপমেন্ট গোল (MDG) এবং দারিদ্র বিমোচন কৌশলপত্র (PRSP)
এর আলোকে নারী উন্নয়নে বিভিন্ন কাযর্ক্রম ও কমসূচির গ্রহণ ও বাস্তবায়ন করছে। মহিলা বিষয়ক অধিদপ্তর হতে প্রদেয় বিভিন্ন সেবা ও কমসূচি সমূহের বিবরণঃ
ক্রমিক নং |
সেবার নাম |
সেবা প্রদান পদ্ধতি |
প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তির স্থান |
সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি |
সেবা প্রদানের সময়সীমা |
দায়িত্বপ্রাপ্ত কমকর্তা (নাম, পদবী, ফোন ও ই-মেইল নম্বর) |
০১ |
দুঃস্থ মহিলা উন্নয়ন কমসূচি (ভিজিডি) |
ওয়াড মেম্বারদের নিয়ে গঠিত ক্ষুদ্রদল তথ্য সংগ্রহপূবক ইউনিয়ন কমিটিতে প্রেরণ করে। ইউনিয়ন কমিটি যাচাই বাছাই করে উপজেলা কমিটিতে প্রেরণ করে। উপজেলা কমিটি আপত্তি থাকলে নিম্পত্তি পূবক ভাতাভোগীর তালিকা অনুমোদন করে। অনুোদিত তালিকা মোতাবেক উপকারভোগীদের নামে কাড ইসু্ করা হয় । |
আবেদনকারীর ৩কপি ছবি, আইডি কাডের ফটোকপিসহ ক্ষুদ্রদলের নিকট তথ্য দিতে হবে। প্রাপ্ত তথ্য অনুযায়ী ইউনিয়ন কমিটি তালিকা প্রস্তত করে। |
বিনামূল্যে এই সেবা প্রদান করা হয়। উপকারভোগীরা ইউনিয়ন পরিষদে মহিলা বিষয়ক কমকর্তার বা তাঁর প্রতিনিধি, ট্যাগ অফিসার ও এনজিও প্রতিনিধির উপস্থিতিতে খাদ্য বিতরণ করা হয়। এনজিওদের মাধ্যমে আয়বধক ও সচেতনতামূলক প্রশিক্ষণ প্রদান করা হয়। |
২ (দুই) বছর মেয়াদী |
উপজেলা মহিলা বিষয়ক কমকর্তা, তালা, সাতক্ষীরা ফোন নং- ০২৪৭৭৭৪৪০২৫ |
০২ |
দরিদ্র মার জন্য মাতৃত্বকাল ভাতা প্রদান কমসূচি |
সেবা প্রত্যাশী মহিলাদেরকে ইউনিয়ন কমিটির তালিকা ভুক্ত হতে হবে। ইউনিয়ন কমিটি বিধি-বিধান/নীতিমালা অনুসরনপূবক তালিকা প্রস্তত করে উপজেলা কমিটিতে প্রেরণ করবেন। উপজেলা কমিটি তালিকা অনুমোদন করবেন। অনুমোদিত তালিকা মোতাবেক উপকারভোগীদের স্ব স্ব নামে ব্যাংক একাউন্ট খোলা হয় এবং ৬ মাস পর পর উপকারভোগীদের স্ব স্ব ব্যাংক হিসাবে সেবা প্রদান করা হয়। |
নির্ধারিত আবেদন ফরম, ৩কপি ছবি, আইডি কাডে ফটোকপি ও গভধারনের সাটিফিকেট। |
বিনামূল্যে প্রশিক্ষণ সেবা প্রদান করা হয়। এনজিওদের মাধ্যমে সচেতনতামূলক ও স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। |
জুলাই হতে জুন পযন্ত ৩(তিন) বছর মেয়াদী এই সেবা প্রদান করা হয়। |
ঐ |
০৩ |
মহিলাদের আত্ন-কমসংস্থানের জন্য ক্ষুদ্রঋণ কাযক্রম |
সেবা প্রত্যাশী মহিলা নির্ধারিত ফরমে আবেদন করবেন। উপজেলা কমিটির মাধ্যমে এই সেবা প্রদান করা হয়। |
নির্ধারিত আবেদন ফরম,২কপি ছবি, আইডি কাডের ফটোকপি স্বামীসহ, ইউনিয়ন চেয়ারম্যান/ ওয়াড কাউন্সিলর কর্তৃক নাগরিকত্ব সনদ, ৩০০/-টাকা নন-জুডিশিয়াল স্ট্যাম্প |
সাভিস চাজসহ মাসিক ১২/২৪ কিস্তিতে লোন পরিশোধ করতে হবে। |
১/২ বছর মেয়াদী এই সুবিধা প্রদান করা হয়। |
ঐ |
০৪ |
“ক্লাবে সংগঠিত করে সমাজের ইতিবাচক পরিবতনে কিশোর কিশোরীদের ক্ষমতায়ন” কমসূচি |
প্রতিটি ইউনিয়নে একটি করে কিশোর কিশোরী ক্লাব চলমান আছে। ক্লাবের কিশোর কিশোরীরা বাল্য বিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধ করার জন্য নিজেরা চেষ্টা করে। ব্যথ হলে কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ব্যবস্থা গ্রহণ করে। |
সপ্তাহে ২দিন ক্লাব খোলা থাকে। ক্লাব খোলার দিন সপ্তাহে শুক্র ও শনিবার। |
সেবামূল্য প্রযোজন নাই। |
চলমান কমসূচি |
ঐ |
০৫ |
আয় বৃদ্ধিমুলক প্রশিক্ষণ ( আইজিএ) প্রকল্প |
নির্ধারিত অনলাইন ফরমে আবেদন করতে হবে। উপজেলা কমিটির মাধ্যমে ট্রেড ভিত্তিক প্রশিক্ষণার্থীর নির্বাচন করা হয়। |
নির্ধারিত আবেদন ফরম, ২কপি ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। |
বিনামূল্যে প্রশিক্ষণ সেবা প্রদান করা হয়। |
উপজেলা পর্যায়ে ০৩ মাস। |
ঐ |
০৬ |
স্বেচ্ছাসেবী মহিলা সমিতি রেজিষ্ট্রেশন ও অনুদান প্রদান |
স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনের রেজিষ্ট্রেশনের জন্য প্রয়োজনীয় কাগজপত্রসহ উপজেলা মহিলা বিষয়ক কতকর্তার মাধ্যমে জেলা মহিলা বিষয়ক কমকর্তা বরাবর আবেদন করতে হবে। উপজেলা মহিলা বিষয়ক কমকর্তা সমিতি পরিদশন পূবক রিপোটসহ জেলা মহিলা বিষয়ক কমকর্তার কার্যালয়ে প্রেরণ করবেন। জেলা মহিলা বিষয়ক কমকর্তা কাগজপত্র যাচাই পূবক রেজিষ্ট্রেশন প্রদান করবেন। রেজিষ্ট্রেশন প্রাপ্তির মেয়াদ ১/২ বছর পুণ হওয়ার পর অনুদানের জন্য আবেদন করতে পারবেন। |
নির্ধারিত আবেদনপত্র, ট্রেজারি চালান কপি, পরিদশন রিপোট, সাধারন সদস্যদের নামের তালিকা, কাযনিবার্হী কমিটির নামের তালিকা, আসবারপত্র ও যন্ত্রপাতির তালিকা, সাধারন পরিষদ কর্তৃক অনুমোদিত গঠনতন্ত্র ও রেজুলেশনের কপি। জেলা/উপজেলা মহিলা বিষয়ক কমকর্তার কার্যালয়। |
নিবন্ধন ফি : ২০০০/- টাকা এবং নবায়ন ফি প্রতি বছর ২০০০/-টাকা ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিতে হয়। |
স্বেচ্ছাসেবী মহিলা সমিতি রেজিষ্ট্রেশন সারা বছর। অনুদান প্রতি বছর একবার। |
ঐ |
০৭ |
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ও সুরক্ষা |
উপজেলা পর্যায়ে গঠিত নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি সালিশীর মাধ্যমে সেবা প্রদান করে। সালিশ অমান্যের ঘটনা ঘটলে উপজেলা নিবার্হী অফিসার ও উপজেলা মহিলা বিষয়ক কতকর্তার মাধ্যমে সরকারী খরচে নির্যাতিতা পক্ষে কোটে মামলা করতে পারবে। |
সেবা প্রত্যাশী ঘটনার বিবরণ ও সালিশনামাসহ উপজেলা নিবার্হী অফিসার ও উপজেলা মহিলা বিষয়ক কমকর্তার বরাবরে প্রতিকার চেয়ে আবেদন করতে হবে। |
বিনামূল্যে এই সেবা প্রদান করা হয়। |
চলমান কমসূচি |
ঐ |
০৮ |
জয়িতা অন্বেষণে বাংলাদেশ |
তৃণমূল পর্যায়ে যারা শিকড় থেকে শিখরে উপনীত হয়েছেন তারা পৌরসভা/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন, কাউন্সিলর/মেম্বার এর মাধ্যমে উপজেলা মহিলা বিষয়ক কতকর্তা বরাবর আবেদন করবেন। ৫টি ক্যাটাগরিতে প্রাপ্ত আবেদনপত্র সমূহ সরেজমিন যাচাই বাছাই পূবক উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে জয়িতা নিবাচন করা হয়। |
নির্ধারিত আবেদনপত্র জীবনবৃত্তান্ত ৩কিপ সত্যায়িত ছবি ও আইডি কাড এর ফটোকপি। জেলা/উপজেলা মহিলা বিষয়ক কমকর্তার কার্যালয়/মেয়র/ইউপি চেয়ারম্যান এর কার্যালয় |
বিনামূল্যে এই সেবা প্রদান করা হয়। উপজেলা/জেলা/বিভাগীয় পর্যায়ে নিবাচিত জয়িতাদের সংবধনা ও সম্মাননা প্রদান করা হয়। |
বছরে ১বার এই সেবা প্রদান করা হয় |
ঐ |
৯ |
উদ্ধুদ্ধকরণ ও সচেতনতামূলক কাযক্রম |
তৃণমূল পর্যায়ে যৌতুক ও বাল্যবিবাহ নিরোধ, নারীর প্রতি সহিংসতা রোধ, সকল শিশুর স্কুল মুখিকরণ, বিবাহ নিবন্ধন, জম্ননিবন্ধন, শিশু শ্রমের অপকারিতিা, ধোঁয়া ও ধোঁয়াবিহীন তামাকজাত দ্রব্য ব্যবহারের অপকারীতা, নারীর ক্ষমতায়ন, নারী ও শিশুর অধিকার, নারী ও শিশু পাচাররোধ, বিশুদ্ধ পানির ব্যবহার প্রভৃতি বিষয়ে উদ্ধুদ্দকরন ও সচেতনতামূলক কাযক্রম বাস্তবাযন করা হয়। |
এই সেবা পেতে আবেদন করার প্রয়োজন নেই। আলোচনা সভা, পথসভা ও উঠান বৈঠকের মাধ্যমে বাস্তবায়ন করা হয়। |
বিনামূল্যে এই সেবা প্রদান করা হয়। |
চলমান |
ঐ |
১০ |
দুঃস্থ মহিলা ও শিশু সাহায্য তহবিল |
উপজেলা মহিলা বিষয়ক কমকর্তা বরাবর আবেদন করতে হবে। উপজেলা কমিটি আবেদনপত্রসমূহ যাচাই বাচাই করে প্রযোজনীয় সুপারীশসহ জেলা অফিসে পাঠাবে। জেলা কমিটি আবেদনপত্র সুপারীশসহ সদর কার্যালয় ঢাকা প্রেরণ করবেন। |
নির্ধারিত আবেদনপত্রের সাথে ২কপি ছবি, আইডি কাডে ফটোকপি,স্থানীয় জনপ্রতিনিধির প্রত্যায়নপত্র ও জেলা/উপজেলা মহিলা বিষয়ক কতকর্তার পরিদশন রিপোট। |
বিনামূল্যে এই সেবা প্রদান করা হয়। |
চলমান |
ঐ |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস