গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
‘শেখ হাসিনার বারতা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়
নারী পুরুষ সমতা, তালা, সাতক্ষীরা
এক নজরে মহিলা বিষয়ক অধিদপ্তরের কার্যক্রম
১। ভিজিডি কার্যক্রম :
উপকারভোগীর সংখ্যা : ২৩৪৮
মেয়াদ: ২ বছর বা ২৪ মাস
খাদ্যশস্যের পরিমাণ: প্রতি মাসে ৩০ কেজি হারে চাউল বিতরণ করা হয়।
সঞ্চয়: উপকারভোগীদের সাবলম্বী করার জন্য মাসিক ২০০/- টাকা হারে সঞ্চয় তাদের ১০ টাকার এ্যাকাউন্টে
জমা প্রদান করা হয়।
প্রশিক্ষণ: উপকারভোগীদের আয়বর্ধক মূলক ও দক্ষতা মূলক প্রশিক্ষণ দেওয়া হয়।
২। মাতৃত্বভাতা :
মাতৃত্বভাতা ভাতাভোগীর সংখ্যা: ১৬৯২ জন
মেয়াদ: ৩ বছর
ভাতার হার: মাসিক ৮০০/- টাকা
প্রশিক্ষণ ভাতা: ২ দিন ৫০/- টাকা হারে ১০০টাকা
সহযোগী এন.জি.ও : সাতক্ষীরা মানব কল্যাণ সংস্থা(এস এম কে এস)
৩। মহিলাদের আত্মকর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণ বিতরণ কার্যক্রম :
সার্ভিস চার্জ: ৫%
ঋণ বিতরণের হার সর্বোচ্চ: ১৫০০০/- টাকা
বিতরণ:প্রক্রিয়াধীন
৪। নিবন্ধনকৃত স্বেচছাসেবী মহিলা সমিতি :
সমিতির সংখ্যা: সক্রিয় সমিতি ১৪ টি
৫। মামলা সংক্রামত্ম: ১। কোট থেকে প্রাপ্ত মামলার তদন্ত ও প্রতিবেদন প্রেরণ
২। স্থানীয় মামলার তদন্ত ও প্রতিবেদন প্রেরণ
৬। বাল্যবিবাহ প্রতিরোধ : বাল্যবিবাহ প্রতিরোধ করা হয়।
৭। মানব পাচার প্রতিরোধ, বাল্যবিবাহ প্রতিরোধ,নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সংক্রান্ত উঠান বৈঠক করা হয়।
৮। উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক (আইজিএ) প্রশিক্ষণ :
ট্রেড -২টি
১। বিউটিফিকেশন
২। ফ্যাশন ডিজাইন
২ টি ট্রেডে ২৫ জন করে ৫০ জন প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষন দেওয়া হয়।
মেয়াদ - ৩ মাস
৯। কিশোর-কিশোরী ক্লাব :
ক্লাব সংখ্যা: ১২টি
প্রশিক্ষণার্থী সংখ্যা: ৩৬০ জন কিশোর-কিশোরী
প্রশিক্ষক: ২৬ জন
১০। জয়িতা: প্রতি বছর ৫টি ক্যাটাগরিতে জয়িতা পুরষ্কৃত করা হয়।
১১। দিবস উদযাপন: সরকারী নির্দেশনা মোতাবেক প্রতিটি দিবস উদযাপন করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস